মৌলিক বিষয়সমূহ
Tinder-এ ও বাস্তব জীবনে নিরাপদ থাকতে আপনার কোন বিষয়গুলো জানা প্রয়োজন — সবকিছু এক জায়গায় আছে।
Tinder-এ ও বাস্তব জীবনে নিরাপদ থাকতে আপনার কোন বিষয়গুলো জানা প্রয়োজন আমরা সেগুলোর একটি তালিকা তৈরি করেছি এবং সবগুলো এক জায়গায় রেখেছি। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো পরামর্শের প্রয়োজন হলে এটিতে ফিরে আসুন।
অনলাইনে
আপনার Tinder ম্যাচকে কখনোই আপনার ঠিকানা, এসএসএন বা আর্থিক অবস্থার তথ্য, ইত্যাদি সহ কোনো ব্যক্তিগত তথ্য দেব েন না।
আপনি স্বচ্ছন্দ্য বোধ না করা পর্যন্ত আপনার ফোন নম্বর দেবেন না।
কথোপকথনকে অ্যাপের বাইরে নিয়ে যাওয়ার জন্য সময় নিন।
সন্দেহজনক ও অনুপযুক্ত সব আচরণ সম্পর্কে অবিলম্বে রিপোর্ট করুন। যেমন:
অর্থের জন্য অনুরোধ
হয়রানি বা হুমকি
সশরীরে সাক্ষাতের সময় বা পরে ক্ষতিকর আচরণ
18 বছরের কম বয়সী সদস্য
স্প্যাম
যেকোনো নগ্ন বা যৌন ছবির জন্য অনাকাঙ্ক্ষিত অনুরোধ - হোক সেটি আপনার অথবা অন্য কারো সাথে সম্পর্কিত
বাস্তব জীবনে
জনসম্মুখে সাক্ষাৎ করুন এবং সেখানেই থাকুন।
আপনার পরিবহন নিয়ন্ত্রণ ে থাকুন৷
আপনি কোথায় আছেন তা আপনার বিশ্বস্ত কাউকে জানান।
আপনি যদি অস্বস্তি বোধ করেন তাহলে চলে যান।