যা করবেন এবং যা করবেন না
আপনার ভ্রমণটি জীবনের সবচেয়ে স্মরণীয় করে রাখার জন্য, কিছু বিষয় আপনার জানা প্রয়োজন।
এতদিনে আপনি সম্ভবত বুঝে গিয়েছেন যে Tinder ছাড়া ভ্রমণে যাওয়া আর ওয়ালেট ছাড়া বাইরে খেতে যাওয়া একই কথা — আপনার অভিজ্ঞতা পূর্ণতা পায় না এবং শেষ পর্যন্ত কী করা যেত সে বিষয়ে আফসোস করতে থাকেন।
সৌভাগ্যক্রমে অ্যাপটি আপনাকে আপনার গন্তব্যস্থলের স্থানীয় ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেয় — আর কে জানে? তারা আপনাকে আপনার জীবনের এখন পর্যন্ত খাওয়া সেরা কফিটা খাওয়াতে পারেন অথবা আপনাকে শহরের সেরা সাইলেন্ট ডিস্কোতে নিয়ে যেতে পারেন। আর আপনি কি নিউ ইয়র্কের 24 বছর বয়সী স্থানীয় বাসিন্দা, বেন-এর কাছ থেকে সেরা পিৎজার স্পট সম্পর্কে জানতে চান না? আর যাই হোক, বেন-এর দুর্দান্ত কয়েকজন বন্ধু আর সবচেয়ে হট কিছু স্পিকইজির পাসওয়ার্ড আছে — যা আপনি একেবারেই মিস করতে চাইবেন না।
কিন্তু আমাদের সাথে আপনার জীবনের স্মরণীয় একটি ভ্রমণের জন্য, কিছু বিষয় আপনার জানা প্রয়োজন। এই পরামর্শগুলো অনুসরণ করুন এবং আপনি বিভিন্ন এরিয়া কোডে বসবাসকারী বন্ধু পেতে থাকলে একদমই আশ্চর্য হবেন না।
আপনার জীবনবৃত্তান্ত হালনাগাদ করুন
সর্বপ্রথম যা করবেন: আপনার জীবনবৃত্তান্ত হালনাগাদ করুন এবং সবাইকে জানিয়ে দিন যে আপনি যাত্রা শুরু করেছেন। আপনি কোন কোন তারিখে কোন কোন শহরে যাত্রা করবেন তা আপনার বৃত্তান্তের উপরের অংশে উল্লেখ করে দিতে পারেন। তবে খুব বেশি তথ্য না দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন: ঠিকানার মতো কোনো ব্যক্তিগত তথ্য দেওয়াটা আমাদের কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী, একই সাথে এটি অনিরাপদও বটে। আপনার হোটেলের অবস্থানের মতো সুনির্দিষ্ট তথ্যগুলো আপনার এবং আপনি ভালোভাবে চেনেন এমন ব্যক্তিদের মাঝে সীমিত রাখুন।
যাওয়ার আগে সম্পর্ক তৈরী করুন
পাসপোর্ট পেয়েছেন? দারুণ, তবে Tinder কর্তৃক ইস্যুকৃত না হয়ে থাকলে এটি কোন কাজে আসবে না। যদি আপনি প্ল্যান করে থাকেন, তবে আপনার সম্ভাব্য ম্যাচদের আগে থেকে চেক করতে এবং দেখা করার আয়োজন করতে Tinder পাসপোর্ট ব্যবহার করাটা যথার্থ। এটি নতুন নতুন মানুষ এবং নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে ভ্রমণের পরিকল্পনা গড়ে তোলার একটি চমৎকার উপায়। আপনার যাচাই প্রক্রিয়া শুরু করতে যা যা বিবেচনা করবেন: আপনার ম্যাচ কি আপনার সাথে কথা চালিয়ে যেতে পারেন? তার সঙ্গ কি আপনাকে আনন্দ দেবে এবং নিরাপদে রাখবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন শহরে তিনি কি আপনার জীবনের মূল্যবান সময় পাওয়ার যোগ্য? এই সব প্রশ্নের উত্তর জানা প্রয়োজন… জানুন।
আপনি যেখানে থাকেন সেখানকার আইন-কানুন সম্পর্কে জানুন
থুতু ফেলা থেকে শুরু করে ধূমপান, একেক শহরের একেক রকম দণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়া বিষয়গুলো সম্পর্কে জেনে আপনি অবাক হতে পারেন। আপনার ভ্রমণের আনন্দকে নষ্ট করে দিতে পারে এমন গুরুতর পরিস্থিতি এড়াতে আপনার গন্তব্যস্থলের আইনগুলো জেনে নিতে ভুলবেন না। আপনি যদি সমকামী হয়ে থাকেন, তবে কোন কোন দেশে সমকামীদের দন্ড দেওয়া হয়ে থাকে তা জেনে নিন। যদি আপনি এই জায়গাগুলোর কোনোটিতে ভ্রমণ করেন, তাহলে আপনি Tinder খুললেই আমরা আপনাকে বিষয়টি অবহিত করবো এবং সেখানে থাকাকালীন আপনি আপনার প্রোফাইল প্রাইভেট করে রাখতে পারেন।
সবাইকে দেখুন
আপনার পছন্দগুলো বিস্তারিত আকারে প্রকাশ করলে আপনার জন্য আরো সংযোগ নিয়ে আসতে পারে। পরিবর্তন স্থায়ী হতে হবে এমন নয় এবং বিষয়গুলো পরিবর্তন করা বেশ সহজ: সেটিংসে যান এবং Tinder-কে বলুন যাতে আপনার সামনে সবাইকে দেখায় যাতে আপনি যত বেশি সম্ভব সংযোগ তৈরি করতে পারেন। বন্ধুদের সাথে সাক্ষাৎ করুন, বন্ধুর চেয়ে বেশি কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এমন বন্ধুর সাথে সাক্ষাৎ করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্থানীয়দের সাথে সাক্ষাৎ করুন।
নিজেকে দেখান
আপনি একজন ব্যক্তির সাথে সংযোগ স্থাপন করেছেন এবং এই নতুন শহরে তার সাথে বাস্তবে দেখা করার জন্যও আপনি প্রস্তুত। আমরাও আছি আপনারই সাথে, কিন্তু আমাদের একটি বিশেষ অনুরোধ: অনুগ্রহ করে সবসময় জনসাধারণের জন্য উন্মুক্ত কোনো স্থানে সাক্ষাৎ করুন, হোক সেটি 45 মাইল দূরে কিংবা 4,000 মাইল দূরে। আমরা চাই আপনি এতটাই জনসম্মুখে থাকুন যেন কার্দাশিয়ানদের দেখেও সন্ন্যাসী মনে হয়। রেস্তোরাঁ, যাদুঘর, বার ও কফি শপের মতো জায়গায় দেখা করুন এবং সবসময় আপনার দেখা করার জায়গায় যাওয়া আসার জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা রাখুন।
প্রোফাইল শেয়ার করুন
একেই আমরা প্রাপ্তবয়স্ক আচরণ বলি: আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন এবং আপনার সম্পর্কগুলোকে গোপন রাখবেন না। আপনার যেকোনো ভ্রমণসঙ্গীকে আপনি কোথায় যাচ্ছেন এবং কার সাথে যাচ্ছেন সে সম্পর্কে জানিয়ে রাখুন। যদি আপনি একাকী ভ্রমণ করেন, তবে বাড়ির বন্ধুদের সাথে যোগাযোগ করুন এবং আপনি যার সাথে দেখা করতে যাচ্ছেন সে ব্যক্তির তথ্য দিয়ে রাখুন। তারা তার সম্পর্কে কী ভাবছে তা যাচাই করুন এবং নিশ্চিন্ত থাকুন যে অন্তত কেউ একজন জানে যে আপনি কার সাথে আছেন।
আপনার উদ্দেশ্যগুলো জানান
আপনি কতদিন সে জায়গায় থাকবেন, আপনি কোন ধরনের সংযোগ তৈরির চেষ্টা করছেন সে সম্পর্কে মানুষদের জানান এবং তাহলে প্রত্যাশাগুলো সামলানোর ব্যাপারটি সাবলীল হবে। এখানে একটি ভালো সময়ের জন্য এসেছেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়? তাদেরকে জানান যাতে করে আপনার ভ্রমণের সময় আপনি কারো মন ভেঙে না ফেলেন।