টটুলসমূহ

আমাদের নীল চেকমার্ক শুধুমাত্র ইনফ্লুয়েন্সারদের জন্য নয়, এটি সবার জন্য। যখন একটি প্রোফাইল যাচাই করা হয় তখন এতটুকু ভেবে নিশ্চিন্ত থাকুন যে ব্যক্তিটি নিজের সঠিক পরিচয় প্রমাণ করতে যথেষ্ট সময় এবং এনার্জি খরচ করেছেন।

এটি যেভাবে কাজ করে:
একজন সদস্য দেখানো পোজে 2টি সেলফি ক্লিক করেন। এরপর আসে একটি সুপার কুল কৃত্রিম বুদ্ধিমত্তা যা সুনিপুণভাবে ছবির সত্যতা যাচাই করে। ছবির সত্যতা যাচাই নিশ্চিত করার পর, আমরা প্রোফাইলে একটি নীল চেকমার্ক যোগ করি, এবং সবাইকে জানিয়ে দেই যে ফটোতে থাকা ব্যক্তিটি সোয়াইপিং ও মেসেজিং করছেন৷

আমরা যত বেশি প্রোফাইল যাচাই করবো, আমাদের কমিউনিটি ততো বেশি নিরাপদ হবে। সুতরাং, যদি আপনার প্রোফাইলে নীল চেকমার্কটি না থাকে, তবে আপনার সেটিংসে যান এবং আপনার নামের পাশে ট্যাপ করে শুরু করুন।