টুলসমূহ

কিভাবে আনম্যাচ করবেন

আপনি ততটা আগ্রহী নন বলে মনে করলে অথবা আপনার ম্যাচ করা ব্যক্তি অসঙ্গত আচরণ করলে, বা যাই ঘটুক, আপনি যেকোন সময় তাদের আনম্যাচ করতে পারবেন।


আপনি কারো সাথে চ্যাট করার সময় যদি উপলব্ধি করেন যে আপনি ততটা আগ্রহী নন অথবা সেই ব্যক্তি অসঙ্গত আচরণ করতে থাকলে, আপনি সবসময় তাদেরকে আনম্যাচ করতে পারবেন। যখন আপনি কাউকে আনম্যাচ করেন, তখন আপনি তাদের ম্যাচের তালিকা থেকে হারিয়ে যাবেন এবং আপনার ম্যাচের তালিকাতেও তাকে দেখাবে না এবং তারা আর আপনাকে দেখতে পাবেন না অথবা মেসেজ করতে পারবেন না।

Tinder অ্যাপে আনম্যাচিং

কাউকে আনম্যাচ করতে

সেই ব্যক্তির সাথে আপনার চ্যাট খুলুন > উপরের ডানদিকে থাকা শিল্ড আইকন (iOS) অথবা উপবৃত্তাকার আইকনে (Android) ট্যাপ করুন > আনম্যাচ করুন।

যদি আপনি উক্ত ব্যক্তি সম্পর্কে রিপোর্ট করতে চান, তাহলে আমাদের আস্থা ও নিরাপত্তা টিমের কাছে পাঠানোর জন্য একটি রিপোর্ট তৈরি করতে আনম্যাচ করার একটি কারণ নির্বাচন করুন।

মনে রাখবেন, কাউকে আনম্যাচ করার পরেও আপনি এখানে যেকোন সময় অনলাইনে তার প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন