টুলসমূহ

কিভাবে রিপোর্ট করবেন

অ্যাপের মাধ্যমে কারো সম্পর্কে রিপোর্ট করার বিভিন্ন উপায় রয়েছে।


ম্যাচ করার আগে রিপোর্ট করা

সম্ভাব্য ম্যাচদের নতুন প্রোফাইল দেখার সময়…

  1. ব্যক্তিটির প্রোফাইল খুলুন
  2. উপবৃত্তাকার আইকনে ট্যাপ করুন
  3. রিপোর্ট করার অপশনটি নির্বাচন করুন।
Tinder অ্যাপে ম্যাচ করার আগে রিপোর্ট করা

ম্যাচ করার পরে রিপোর্ট করা

আপনার ম্যাচের তালিকায়…

  1. মেসেজের স্ক্রিন খুলুন
  2. উপবৃত্তাকার আইকনে বা শিল্ড আইকনে ট্যাপ করুন
  3. রিপোর্ট করার অপশনটি নির্বাচন করুন
Tinder অ্যাপে ম্যাচ করার পর রিপোর্ট করা

অফলাইনের আচরণ সম্পর্কে রিপোর্ট করা

যদি আপনি অফলাইনে ঘটে থাকা কোনো কিছু সম্পর্কে রিপোর্ট করতে চান: অনুগ্রহ করে আমাদেরকে লিখে পাঠান এবং নিম্নলিখিত তথ্য দিন:

  • রিপোর্টের কারণ
  • আপনি যে প্রোফাইলের ব্যাপারে রিপোর্ট করছেন সেটিতে প্রদর্শিত নাম, বয়স, জীবনবৃত্তান্ত ও ছবিগুলো (স্ক্রিনশট দিলে সবচেয়ে ভালো হয়)
  • সাহায্য করতে পারে এমন অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে উক্ত ব্যক্তির অবস্থান, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং/অথবা তার ফেসবুক অ্যাকাউন্টের লিংক।

আমরা রিপোর্টকে খুব গুরুত্বের সাথে গ্রহণ করি। আপনি যত বেশি বিস্তারিত তথ্য দিতে পারবেন, আমরা তত দ্রুত উক্ত প্রোফাইল বা ব্যক্তিকে শনাক্ত করে তদন্ত করতে পারবো।


আপনি আনম্যাচ করেছেন এমন ব্যক্তি বা আপনাকে আনম্যাচ করেছেন এমন ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট করা

এমনকি আপনার ম্যাচকে যদি মেসেজ স্ক্রিনেও আর দেখা না যায়, তারপরও আপনি তাদের বিরুদ্ধে অনলাইনে রিপোর্ট করতে পারেন। আমাদের টিম অভিযোগটি খতিয়ে দেখবে এবং কী পদক্ষেপ নিতে হবে তা নির্ধারণ করবে।

কোন বিষয়ে রিপোর্ট করবেন

আমরা আমাদের কমিউনিটির নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দেই - এবং আমরা Tinder-কে নতুন মানুষদের সাথে পরিচিত হওয়ার এবং সেই সাথে মজা করার সেরা স্থানে পরিণত করতে চাই। আপনি যদি Tinder-এ এমন কারো সাথে পরিচিত হন যিনি অভদ্র, অসঙ্গত আচরণ করছেন অথবা শুধুই অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করছেন, তবে অনুগ্রহ করে আমাদেরকে জানান। Tinder-এ আমরা কোন বিষয়গুলো অনুমোদন করি এবং কোনগুলো করি না, সেগুলো আরেকবার মনে করে নিতে আমাদের কমিউনিটি গাইডলাইন পড়ুন।