গাইড

কোন বিষয়ে রিপোর্ট করবেন

Tinder-এ কখন আপনার কারো সম্পর্কে রিপোর্ট করা উচিত এবং কখন উচিত নয়।


Tinder-এ আমরা নিরাপত্তাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই এবং আমরা চাই যেকোনো সন্দেহজনক আচরণ সম্পর্কে আপনি আমাদের জানাবেন। সবার উদ্দেশ্য সৎ নয়। এবং অ্যাপে কয়েক মিলিয়ন সদস্য থাকার মানে হলো এর মাঝে কিছু অসৎ ব্যক্তিও ঢুকে যেতে পারেন। আমাদের রিপোর্ট করার প্রক্রিয়া আরো কার্যকর করতে, আপনাদের সবাইকে জানানো প্রয়োজন যে কখন আপনার Tinder-এ কাউকে রিপোর্ট করা উচিত এবং কখন রিপোর্ট করা উচিত নয়।

আমাদের বৈচিত্র্যপূর্ণ, বর্ণীল কমিউনিটি অন্যান্য ডেটিং অ্যাপগুলো থেকে আমাদেরকে বৈশিষ্ট্যগতভাবে আলাদা করে — এবং আমরা এই ব্যাপারটিকে অত্যন্ত ভালোবাসি। এখানে যখন থাকবেন, তখন আপনি বৈচিত্র্যময় ঘরানার মানুষদের সংস্পর্শে আসবেন। ধরুন আমরা হলাম একটি ক্রমবিকাশমান শহর, যেখানে সব জায়গা থেকে সব ধরণের মানুষ এসে বসবাস করছেন, যার জনসংখ্যা নিউ ইয়র্ক শহরের 100 গুণের মতো। আর নিজেকে একজন আস্থাভাজন নিউ ইয়র্কবাসী হিসেবে ভাবুন: যদি আপনি কিছু ঘটতে দেখেন, তা বলে দিন৷ এতে আপনি একাধারে অন্য ব্যবহারকারীদের এ ধরনের আচরণের সম্মুখীন হওয়া থেকে রক্ষা করবেন এবং আমাদের দৃষ্টিসীমার বাইরে আপনি আমাদের চোখ-কান হিসেবেও ভূমিকা পালন করবেন। আমাদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায় এমন ঘটনা সম্পর্কে রিপোর্ট করার মাধ্যমে আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করুন।

আর দেরী না করে, রিপোর্টিং সম্পর্কে আপনার যা জেনে রাখা প্রয়োজন সেগুলো দেখে নেয়া যাক।

অনলাইনে

আপনি এখানে সংযোগ করতে এসেছেন, অর্থ উপার্জন করতে আসেননি এবং যদি কেউ আপনাকে আপনার আর্থিক অবস্থার তথ্য জিজ্ঞাসা করেন তাদেরকে আপনার এই কথাটাই বলা উচিত — এবং আমাদেরকেও অবহিত করা উচিত। যদি কেউ তাদের প্রোফাইলে ব্যক্তিগত তথ্য দেয় অথবা আপনার কাছে আপনার ব্যক্তিগত তথ্য চায় সে সম্পর্কে আমরা জানতে চাই।

অ্যাপের ভেতরে ও বাইরে হয়রানি সম্পর্কে রিপোর্ট করুন।

হয়রানির সব রিপোর্টকে আমরা গুরুত্বের সাথে নিই এবং আপনারও তা করা উচিত। কিন্তু আপনি বিষয়টি অফলাইনে নিয়ে গেলে কেউ আপনাকে হয়রানি করছে কি না তা আমরা জানতে পারি না। যদি কেউ আপনাকে অ্যাপে অথবা অ্যাপের বাইরে হয়রানিমূলক মেসেজ পাঠায়, তাহলে আমাদেরকে জানান এবং আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

যারা আপনার মেসেজের জবাব দেয় না তাদের সম্পর্কে রিপোর্ট করবেন না।

কখনো কখনো আপনি ম্যাচ করেছেন এমন কারো কাছ থেকে ফিরতি মেসেজ পাবেন না, আপনি ভাবতে থাকবেন যে তারা কেনইবা আপনার সাথে ম্যাচ করেছে। তারা আগ্রহ হারিয়ে ফেলেছেন, ভুলবশত ম্যাচ হয়েছে, নাকি সাহস হারিয়ে ফেলেছেন — আপনি কখনো জানবেন না। তাদের সম্পর্কে রিপোর্ট করার পরিবর্তে নতুন ম্যাচ খুঁজে নেওয়ার মাধ্যমে আপনার অহংবোধ সামলান।

আপনার সম্মতি ছাড়াই পাঠানো কোনো খোলামেলা যৌন কন্টেন্ট সম্পর্কে রিপোর্ট করুন।

আমরা যখন অ্যাপে কোনো মেসেজ অসঙ্গত বলে মনে করি তখন আমরা হস্তক্ষেপ করার যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু সবারই ভিন্ন ভিন্ন সীমা রয়েছে। যদি কেউ আপনাকে আপনার সম্মতি ছাড়াই সুস্পষ্ট যৌনতা সংক্রান্ত কোনো কন্টেন্ট পাঠায়, জেনে রাখুন, আপনি সেই কথোপকথন অ্যাপের বাইরে নিয়ে গেলেও সে সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট করতে পারবেন। আপনি তাদের আনম্যাচ করার বিষয়টি নিশ্চিত করুন এবং আপনার সাথে তারা যোগাযোগ করেছেন এমন সব জায়গা থেকেও তাদের ব্লক করে দিন।

জাতিসত্ত্বা, লিঙ্গ অথবা যৌন অভিমুখীতার ভিত্তিতে কোনো ব্যক্তি সম্পর্কে রিপোর্ট করবেন না।

আপনার সম্ভাব্য ম্যাচ তালিকার সবাইকে আপনার মতো দেখাবে না অথবা সবার আপনার মতো একই বিশ্বাস থাকবে না। যদি কেউ কৃষ্ণাঙ্গ, ট্রান্স, বা বাইসেক্সুয়াল হওয়ার কারণে আপনি তার প্রতি আগ্রহী না হন, তাহলে কী করবেন? আপনি এড়িয়ে যেতে পরবর্তী ব্যক্তিকে দেখার জন্য Swipe Left® ফিচারটি ব্যবহার করতে পারেন। বিশ্বাস করুন, কারো পরিচয়ের উপর ভিত্তি করে তার সম্পর্কে রিপোর্ট করার মাধ্যমে আপনি শুধু আমাদের এটাই জানাবেন যে আপনি কতটা অমার্জিত।