গাইড

সম্মতি 101

এটি যেকোনো সংযোগ তৈরির একটি অপরিহার্য অংশ এবং আমরা এখানে আপনাকে একটি ক্র্যাশ কোর্স দিতে এসেছি।


যৌন নির্যাতন

ডেটিং ও যৌনতা আলোচনা করার জন্য একটি কঠিন বিষয় হতে পারে। আপনার সাথে সাক্ষাৎ হওয়া প্রত্যেক ব্যক্তির নিজস্ব সীমা ও প্রত্যাশা থাকবে — যোগাযোগ করাটাই হলো মূল বিষয়। আর এখানেই সম্মতির প্রয়োজন হয়৷ এটি যেকোনো সংযোগ তৈরির একটি অপরিহার্য অংশ এবং আমরা এখানে আপনাকে একটি ক্র্যাশ কোর্স দিতে এসেছি।

সম্মতি আসলেই খুব সহজ একটি বিষয়৷ এর অর্থ হলো যেকোনো অন্তরঙ্গ কার্যকলাপের জন্য অনুমতি নেওয়া৷ সম্মতি কখনো শব্দ দিয়ে প্রকাশ করা হয়, কখনো কাজের মাধ্যমে। মূলকথা হলো, যদি আপনি কারো সাথে সশরীরে সাক্ষাৎ করেন, তাহলে তাদের সীমার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আপনার দায়িত্ব এবং তাদেরকেও আপনার সীমার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তারা কোন বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সম্পর্কে আপনি পুরোপুরি নিশ্চিত না হলে, জিজ্ঞেস করুন।

আপনি কারো সাথে সাক্ষাৎ করার সময় মনে রাখবেন: আপনার অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে এবং যেকোনো যৌন ক্রিয়াকলাপের ক্ষেত্রে সক্রিয়ভাবে সম্মতি দিতে হবে। এবং আপনি যদি তাদের সাথে পরবর্তী ধাপে যেতে প্রস্তুত হন, তাহলে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি প্রতিটি ধাপে তাদের সম্মতি নিয়েছেন।

মনে রাখবেন:

  • আইনি সংজ্ঞা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু যৌন নিপীড়ন বলতে সাধারণভাবে বুঝায় এমন যেকোনো যৌন সংস্পর্শ বা ক্রিয়াকলাপ যা ভুক্তভোগীর সম্মতি ছাড়া ঘটে। যৌন নিপীড়নের মধ্যে রয়েছে ধর্ষণ, সম্মতি ছাড়া যৌন স্পর্শ অথবা জোরপূর্বক ক্রিয়াকলাপ, যেমন মুখের মাধ্যমে যৌনমিলন করা অথবা গ্রহণ করা।
  • যদি কোনো ব্যক্তি মাদক বা অ্যালকোহলের প্রভাবে থাকার কারণে মানসিক বা শারীরিকভাবে অক্ষম বা অসমর্থ হন, তাহলে তিনি সম্মতি দিয়েছেন বলে বিবেচনা করার কোনো সুযোগ নেই - কারণ তিনি তখন উক্ত পরিস্থিতির বাস্তবতা, প্রকৃতি বা ব্যাপকতা বুঝতে পারেন না।
  • যখন কোনো ভয়, চাপ বা হুমকির সম্পৃক্ততা থাকে না তখন সম্মতি স্বাধীনভাবে দেওয়া হয়। অপরাধীরা সবসময় শারীরিকভাবে বলপ্রয়োগ করে না; তারা হুমকি, কৌশলে বশে আনা বা ভয় দেখানো ইত্যাদির আশ্রয় নিতে পারে।
  • আপনার সবসময় "না" বলার অধিকার রয়েছে। "না" বলা হয়নি মানেই সম্মতি নয়। যদি কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না অথবা দ্বিধাবোধ করছে বলে মনে হয়, তাহলে তারা কেমন বোধ করছে তা জানতে চান এবং তাদেরকে বিরতি দেয়ার প্রস্তাব দিন। "হয়তো" এর অর্থ সবসময়ই "না"।
  • কোনো এক ধরনের যৌন ক্রিয়াকলাপের জন্য "হ্যাঁ" বলার অর্থ অন্য এক ধরনের যৌন ক্রিয়াকলাপের জন্য "হ্যাঁ" বলা বোঝায় না। সম্মতি শুধু একবার দেওয়ার বিষয় নয়—এটি এমন একটি বিষয় যা আপনাদের একসাথে সময় কাটানোর সময় আপনাকে বারবার চেক করতে হবে। এমনকি প্রাথমিকভাবে সম্মতি দেয়ার পরেও, অন্য ব্যক্তির মন পরিবর্তন করার ও না বলার অধিকার আছে - এবং আপনারও এই অধিকার আছে।

সম্মতি চাওয়া

সম্মতি সবসময় মৌখিক হতে হবে এমন নয়, কিন্তু মৌখিকভাবে বিভিন্ন যৌন ক্রিয়াকলাপে সম্মতি দেওয়া আপনাকে ও আপনার সঙ্গীকে একে অপরের সীমারেখার প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করে। "হ্যাঁ", "থেমো না", ইত্যাদি বলা, অথবা আপনি কী চান তা সঙ্গীকে বলাটা মৌখিক সম্মতির মধ্যে অন্তর্ভুক্ত৷ অমৌখিক সম্মতির কিছু উদাহরণ হলো মাথা নাড়ানো, কাউকে কাছে টেনে নেওয়া অথবা সক্রিয় সম্পৃক্ততা, যেমন পরষ্পরকে স্পর্শ করা।

মনে রাখবেন একজন নতুন সঙ্গীর সাথে অমৌখিক ইঙ্গিতগুলো কিছুটা অস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনি কাউকে ভালোভাবে জানার আগ পর্যন্ত মৌখিক সম্মতি ব্যবহার করা সবচেয়ে ভালো। এবং পাশাপাশি, সম্মতি চাওয়াটা সেক্সি হতে পারে। সম্মতি সবসময় সুস্পষ্ট, আগ্রহপূর্ণ এবং যৌন ক্রিয়াকলাপের পুরো সময়জুড়ে বিদ্যমান থাকতে হবে। সম্পর্কে জড়িত প্রত্যেকের জন্যই যা ঘটছে সে ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করা এবং সম্পর্কের প্রতিটি ধাপে সেই স্বাচ্ছন্দ্য সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন সম্মতি শুধু যৌন ক্রিয়াকলাপের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় — আপনারা একে অপরের স্বাচ্ছন্দ্যের পর্যায় সম্পর্কে সচেতন থাকা নিশ্চিত করতে শারীরিক স্পর্শের ক্ষেত্রে পারষ্পরিক আগ্রহ গড়ে তুলতে কাজ করুন এবং সময় থাকতে স্পষ্ট সীমা নির্ধারণ করে নিন। মনে রাখবেন, মাদক বা অ্যালকোহলের কারণে অসমর্থ হয়ে গেছেন এমন ব্যক্তিরা সম্মতি দেয়ার ক্ষমতা রাখেন না।

সম্মতি দেওয়া

যদি আপনি কোনো ধরনের ক্রিয়াকলাপে অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তবে আপনি তা করতে বাধ্য নন এবং কোনো ব্যক্তিই আপনাকে তা করতে বাধ্য করার অধিকার রাখেন না। আপনার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট থাকুন এবং জেনে রাখবেন, কোনো ডেটের (অথবা কোনো ব্যক্তির) আপনাকে আপনার সীমার বাইরে ঠেলে দেওয়ার অধিকার নেই—এবং আপনারও অন্য কারো সাথে এমন করা উচিত নয়।

যদি আপনি কোনো ধরনের যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হওয়ার কথা ভাবেন, তাহলে অপর ব্যক্তিকে আপনার জন্য কী কাজ করবে তা জানান — আপনারা উভয়েই সম্মতির বিষয়ে ভাব বিনিময় করতে পারেন এমন উপায় খুঁজে নিন, যেমন অগ্রসর হওয়ার সময় মৌখিকভাবে জিজ্ঞাসা করা। যদি অপর ব্যক্তি নির্দিষ্ট কোনো যৌন ক্রিয়ার ব্যাপারে উৎসাহী কি না সে ব্যাপারে আপনি নিশ্চিত না হন, তাহলে তাকে জিজ্ঞাসা করুন। মনে রাখবেন, "না" বলা হয়নি মানেই "হ্যাঁ" নয়।